শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তদন্তের ধারাবাহিকতায় এবার সাঙ্গাকারা ও জয়াবর্ধনেকে ডেকেছে পুলিশ

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ ক্রিকেটের ২০১১ সালের ফাইনাল ম্যাচ। যে ফাইনালে হারের ব্যথাও হয়তো এতদিনে ভুলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেটভক্তরা। কিন্তু ৯ বছর আগের সেই ফাইনাল নিয়েই উত্তাল হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। ম্যাচটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা, এমন অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তদন্ত।

[৩] যে তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা, তার ডেপুটি ছিলেন জয়াবর্ধনে।

[৪] কেবল এই দুই ক্রিকেটারই নন, ইতোমধ্যে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কার পুলিশ। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়। কলম্বোতে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটারকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় ২০১১ বিশ্বকাপে ফাইনাল খেলা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে।- ক্রিকইনফো

[৫] ২০১১ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। শেষ চারে নিউজল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে তারা। দারুণ ছন্দে থাকলেও উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালের একাদশে চারটি পরিবর্তন আনে লঙ্কানরা। জয়ের ধারায় থাকার পরও ফাইনালের মতো ম্যাচের একাদশে চারটি পরিবর্তন দেখে সে সময়ই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। পরে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই চার পরিবর্তনের কারণেই মূলত অভিযোগ উঠেছে। চারজন ক্রিকেটার পরিবর্তনের মধ্যে দুজন ছিলেন মুত্তিয়া মুরালিধরন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এই দুজনকে ছাড়াই ফাইনাল খেলতে নেমেছিল শ্রীলঙ্কা।

[৬] মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ তোলেন। তার অভিযোগ, ভারতকে ফাইনাল ম্যাচটি ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আর ওই ঘটনায় শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার জড়িত ছিলেন। -ক্রিকবাজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়