শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর কারণে এক বছরের জন্য বন্ধ করা হলো নিউইয়র্কের ব্রডওয়ে থিয়েটার

জেরিন আহমেদ : [২] ‌নিউইয়র্কের ব্রডওয়ে থিয়েটার পৃথিবীবিখ্যাত একটি থিয়েটার হল। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চমানের নাটক সেখানে মঞ্চস্থ হয়। কত কত শিল্পী ব্রডওয়েতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। হয়ত এবারেও তাই ছিলেন। কিন্তু কোভিড-১৯ এর জন্য সমস্ত শিডিউল বাতিল হয়ে গেল। বন্ধ হয়ে গে্লো থিয়েটারের দরজা। দৈনিক আজকাল

[৩] আবার কবে কোন নাটক মঞ্চস্থ হবে কেউ জানে না। তবে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে জানিছে, ৩ জানুয়ারি পর্যন্ত যে যে নাটকের জন্য মানুষ টিকিট কেটেছেন, তার সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়া হবে।

[৪] যদিও আগামী শীত বা বসন্তে আবার ব্রডওয়ের চাবি খুলবে বলে আশা করা হচ্ছে। তাও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। গতকাল সোমবার ব্রডওয়ে লীগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌২০২১ সালের গোড়ার দিকে ফের নাটক মঞ্চস্থ শুরু করার কথা রয়েছে।’‌ সরকার এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই সময় ঠিক করা হয়েছে।

[৫] ব্রডওয়ে কর্তৃপক্ষ জানায়, সকলের স্বাস্থের কথা মাথায় রেখে বেশ কয়েকটি বিধি তৈরি করা হবে। সেগুলোর মধ্যে থাকবে স্ক্রিনিং এবং পরীক্ষা করা, স্যানিটাইজ করা, ব্যাকস্টেজের কিছু প্রোটোকল এবং আরও অনেক কিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়