শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর পদ্মার চরে বাদাম চাষ করে লাভবান হচ্ছে কৃষক

মুসবা তিন্নি: [২] প্রকল্পের মাধ্যমে গত বছরের ২৯ নভেম্বর থেকে রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড় ও হরিয়ান ইউনিয়নের কৃষকরা বাদাম চাষ করে ।

[৩] আগে বিঘা প্রতি ৩ থেকে ৪ মন হারে বাদাম ফলন হলেও এবার বিএমডিএর প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের বীজ পাওয়ায় ফলন হয়েছে বিঘা প্রতি ৮ থেকে ৯ মন হারে । গত বছরের তুলনায় এবার বিঘা প্রতি কৃষকদের লাভ হয়েছে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত । পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড়ের কৃষক শহীদ আলী, মতিউর রহমান, আলম, রমজান আলী, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, গাফ্ফার আলী, শামসুদ্দীন, নাজিম উদ্দিন জানান বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের
প্রকল্পের মাধ্যমে তারা বাদাম চাষ করে লাভবান হয়েছে ।

[৪] রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শরীফুল হক জানান, বিএমডিএর প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের উন্নত জাতের বাদাম বীজ সরবরাহ করা হয়েছে । এবার বাদাম চাষ করে তারা লাভবান হয়েছে । পদ্মার চরের মানুষের

[৫] বিশেষ করে কৃষকদের পুষ্টি নিরাপত্তা ও তাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে । বিএমডিএ চর মাজারদিয়ায় ইতিমধ্যেই চারটি পাতকূয়া স্থাপন করেছে। সেখান থেকে তারা সুপেয় খাবার পানি পাচ্ছে ।

[৬] আর এই পানি দিয়ে শাক- সবজির আবাদও করে লাভবান হচ্ছে । বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরেন্দ্র অঞ্চলের পদ্মার চরসহ অন্যান্য চরগুলিতে কম পানি গ্রহণকারী এবং হাই ভ্যলু ফসল বাদাম উৎপাদন করার জন্য তাকে নির্দেশনা দিয়েছেন । বিএমডিএ’র মাধ্যমে তাকে এই লক্ষ্যে কাজ করতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাকে বাস্তবায়ন করতে বিএমডিএ’র উদ্যোগে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়ার চাষীদের মাঝে পরীক্ষামূলকভাবে বীজ বাদাম উৎপাদনের উদ্যোগগ্রহণ করেছে ।

[৭] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর বিজ্ঞানীদের সহযোগিতা নিয়ে বান্দরবন থেকে বাদামের বীজ কিনে এবং জামালপুরের বাদাম বিজ্ঞানীদের দেয়া বীজ সংগ্রহ করে চরের কৃষকদের মাঝে উন্নত জাতের বাদাম বীজ সরবরাহ করা হয়েছে । এখন চরে বাদাম উৎপাদনের মাধ্যমে চরের দরিদ্র কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়