স্পোর্টস ডেস্ক: [২] জার্মান ফুটবল লিগ বুন্সেলিগায় বড় জয় দিয়েই মৌসুম শেষ করলো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। লিগের শেষ ম্যাচে ভল্ফসবুর্ককে সহজেই হারিয়েছে হান্স ফ্লিকের দল।
[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে টানা আটবারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন রবের্ত লেভানদোভস্কি, টমাস মুলার, কিংসলে কোমান ও মিখায়েল কুইজনস। গত ডিসেম্বরে দুই দলের প্রথম দেখায় নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল বায়ার্ন।
[৪] আগেই শিরোপা নিজেদের করে নেওয়া দলটি আসর শেষ করলো ঠিক ১০০ গোল করে। ৩৪ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮২।