শিরোনাম
◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিহারে বজ্রপাতে ৮৩ জনের প্রাণহানি

বাশার নূরু : [২]ভারতের বিহার রাজ্যে গত ২ দিনে বজ্রপাতে ৮৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এসব ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[৩] বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৪] খবরে বলা হয়, বিহার রাজ্যের ২৩ জেলায় গত ২ দিনে ভারী বর্ষণের ফলে বজ্র্যপাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জ জেলায়। তুমুল বর্ষণের মুখে বিহার ছাড়া উত্তর প্রদেশেও বজ্র্যপাতে প্রাণহানির ঘটনা ঘটে।

[৫] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটবার্তায় নিহতদের জন্য শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি।

[৬] খবরে বলা হয়, নিহত ৮৩ জনের বাইরে বিহারে আরও বিশের অধিক মানুষ বজ্রপাতে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্র্যপাতে অনেক বাসাবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

[৭] বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। ঝড় ও বৃষ্টিপাতকালে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

[৮] এদিকে পার্শ্ববর্তী বিহার রাজ্যে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি হওয়ায় শোক ও সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়