শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইকেল জ্যাকসন বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কারণে ৭ বার শরীরের রং পাল্টান: লিসা মেরি প্রিসলি

দেবদুলাল মুন্না: [২] এ কথা গতকাল বুধবার মাইকেল জ্যাকসনের স্ত্রী ও এলভিস প্রিসলির কন্যা লিসা টুইট করে জানান। আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুদিন। এদিন উপলক্ষ্যে গতকাল লিসা মেরি ইউটিউব চ্যানেল ট্রিট’ কে একটি ইন্টারভিউ দেন।

[৩] লিসা মেরি বলেন, ১৯৯৪ সালের আগস্টে আমার সঙ্গে তার বিয়ে হয়। এর আগে প্রেম ছিল। সে আমার সঙ্গে প্রেমের আগে ‘কালো’ থেকে ফর্সা হওয়ার জন্য প্রথমবার শরীরের রং পাল্টায়। কিন্তু আমার স্বাভাবিক রংয়েই তাকে ভাল লাগত।

[৪] তিনি জানান,বিয়ের পর জ্যাকসন তাকে জানিয়েছিলেন যে জনপ্রিয় হওয়ার আগে ‘কালো’ হওয়ার কারণে নিগৃহীত হতে হয়েছে। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তার কথা সবারই জানা। নাচ ও গানের অসাধারণ শৈলি তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন, এটি আমার কাছে এখনো রহস্য আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন ‘কালো’ থেকে ‘সাদা’ হয়ে উঠতে চাইতেন!

[৫] লিসা মেরি জানান, তাদের সংসার মাত্র মাত্র দুবছরের। এরমধ্যে দুবার প্লাস্টিক সার্জারি করে রং পাল্টান তিনি। বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ক্লার্ক জয়েস জ্যাকসনের মৃত্যুর পেছনে বারবার রঙ পরিবর্তনের জন্য প্লাস্টিক সার্জারি করাকে দায়ী করেছেন। কারণ এরফলে তিনি চর্মরোগে ভুগতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়