শিরোনাম
◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইকেল জ্যাকসন বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কারণে ৭ বার শরীরের রং পাল্টান: লিসা মেরি প্রিসলি

দেবদুলাল মুন্না: [২] এ কথা গতকাল বুধবার মাইকেল জ্যাকসনের স্ত্রী ও এলভিস প্রিসলির কন্যা লিসা টুইট করে জানান। আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুদিন। এদিন উপলক্ষ্যে গতকাল লিসা মেরি ইউটিউব চ্যানেল ট্রিট’ কে একটি ইন্টারভিউ দেন।

[৩] লিসা মেরি বলেন, ১৯৯৪ সালের আগস্টে আমার সঙ্গে তার বিয়ে হয়। এর আগে প্রেম ছিল। সে আমার সঙ্গে প্রেমের আগে ‘কালো’ থেকে ফর্সা হওয়ার জন্য প্রথমবার শরীরের রং পাল্টায়। কিন্তু আমার স্বাভাবিক রংয়েই তাকে ভাল লাগত।

[৪] তিনি জানান,বিয়ের পর জ্যাকসন তাকে জানিয়েছিলেন যে জনপ্রিয় হওয়ার আগে ‘কালো’ হওয়ার কারণে নিগৃহীত হতে হয়েছে। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তার কথা সবারই জানা। নাচ ও গানের অসাধারণ শৈলি তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন, এটি আমার কাছে এখনো রহস্য আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন ‘কালো’ থেকে ‘সাদা’ হয়ে উঠতে চাইতেন!

[৫] লিসা মেরি জানান, তাদের সংসার মাত্র মাত্র দুবছরের। এরমধ্যে দুবার প্লাস্টিক সার্জারি করে রং পাল্টান তিনি। বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ক্লার্ক জয়েস জ্যাকসনের মৃত্যুর পেছনে বারবার রঙ পরিবর্তনের জন্য প্লাস্টিক সার্জারি করাকে দায়ী করেছেন। কারণ এরফলে তিনি চর্মরোগে ভুগতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়