তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: [২] ব্রাহ্মণবাড়িয়ায় আরোও নতুন করে ৪৭ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নমুনার পজিটিভ রিপোর্ট সিভিল সার্জন অফিসে পৌঁছে। এ নিয়ে জেলায় মোট ৬১২ জন করোনায় শনাক্ত হয়েছে।
[৩] ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ঢাকা পিসিআর ল্যাব ও বেসরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এ দুই প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে ৩৩৯ টি ফলাফল আসে। তার মাঝে ৪৭ জনের করোনা ফলাফল পজিটিভ ।