শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ার চেয়ারম্যানঘাট বাজারে ভয়াবহ আগুন, নিহত ২, দগ্ধ ১

মিনহাজুল আবেদীন : [২] তেলের দোকানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও ১ জন দগ্ধ হয়েছে। আগুনে অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাংলাট্রিবিউন
[৩] সোমবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

[৪] নিহতরা হলেন, চেয়ারম্যানঘাটের তেল ব্যবসায়ী মহিবুল ইসলাম নিপু (৩৬) ও তার দোকানের সহকারী মো. রহমত উল্যাহ (৩২)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন হাতিয়া বাজার গরুর হাটের সভাপতি খালেদ হাসান (৫৫)। দগ্ধ খালেদ হাসানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

[৫] চেয়ারম্যানঘাট বাজারের সভাপতি মো. জামশেদ বলেন, ১০টি মুদি দোকান, কাপড় দোকান, ওষুধের দোকান, মোবাইল দোকান, ইলেকট্রনিক্স ও চা দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

[৬] তিনি বলেন, আগুনে মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

[৭] নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, দগ্ধ খালেদ হাসান এর শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

[৮] সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মো. নূরনবী জানান, খবর পেয়ে সুবর্ণচরের ২টি ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়