শিরোনাম
◈ দেশের বাজারে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় পাবেন! ◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ উৎসব স্থগিত

ধামরাই প্রতিনিধি: [২] করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে গোটা বিশ্ব নিস্তব্ধ। ঢাকার ধামরাইয়ে ২৩ জুন মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রায় চারশ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার তা স্থগিত করা হয়েছে করোনা ভাইরাস কারণে।

[৩] ব্যাপক বৈচিত্র অনন্যতার দাবিদার ধামরাই শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা অনুষ্ঠান। এবার রথে চেপে মাসির বাড়ি যাওয়া হবে না রাজাবংশের আরাধ্য দেবতা শ্রী শ্রী যশোমাধবের। প্রতিবছর লক্ষ লক্ষ লোকের জমায়েত হতো এই রথ মেলায়। রথযাত্রা স্থগিতের কারণে লোকে লোকারণ্য হবেনা ধামরাইয়ের এবারের রথমেলা।

[৪] তথ্য অনুসন্ধানে যানা যায় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রথমবারের মতো রথযাত্রা উৎসব বন্ধ ছিলো আর এ বছর করোনা মহামারীর কারণে দ্বিতীয়বারের মতো রথযাত্রা উৎসব আয়োজন স্থগিত করা হলো।

[৫] রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, করোনাভাইরাস ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার রথযাত্রা অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি। তিনি আরো বলেন যে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি এবং সে বৈঠকে সিদ্ধান্ত এবারের রথযাত্রা উৎসব এবং রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে,স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে শুধুমাত্র বিগ্রহ গুলো যেন শ্রী শ্রী যশোমাধব সহ অন্যান্য বিগ্রহ গুলো তার মাসির বাড়ি শ্রীশ্রী যশোমাধব দেবের যাত্রাবাড়ী মন্দিরে নেওয়া যায়। রথযাত্রা উৎসব পালিত না হলেও এই রথটি রং-তুলির আচড়ে সাজানোর যাবতীয় কাজ সম্পূর্ণ করেছে রথযাত্রা উৎযাপন কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়