দেবদুলাল মুন্না:[২] নোবেল জয়ী মালালা এ টুইটটি করেছেন গতকাল সোমবার। গত শনিবার গ্রেটা থানবার্গ বিবিসিকে বলেন, কোভিড পরিস্থিতি থেকে বিশ্বের শিক্ষা নেওয়া উচিত এবং একইরকমের গুরুত্ব নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলা করা। কোভিড থেকে একটি ইতিবাচক বিষয় বেরিয়ে এসেছে বলে মনে করেন থানবার্গ। সেটা হলো, আন্তর্জাতিক সংকট কিভাবে মোকাবিলা করতে হবে তার শিক্ষা পাওয়া গেছে। সংকটের সময় এক হতে হবে। কিন্তু বিশ্ব নেতারা এখনও দোষারুপের রাজনীতিতে লিপ্ত।
[৩]মালালা সোমবার গ্রেটা থানবার্গকে এমন বক্তব্যদানের জন্য ধন্যবাদ জানান। তিনি তাদের একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।যাতে ইতিমধ্যেই লাইক করেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি ইউজার।
[৪] ছবিটির প্রসঙ্গে মালালা বলেন, আমি অক্সফোর্ডে পড়ার সময় গ্রেটা গতবছর এলে আমরা একসঙ্গে অনেক সময় কাটাই। এ ছবি তখনকারই। ব্রিস্টলের একটি স্কুলে ধর্মঘটে যোগ দিতে এসেছিলেন গ্রেটা। দ্যা গার্ডিয়ান
[৫] মালালা কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে স্নাতক সম্পন্ন করেছেন।