তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
[৩] রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মোসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন এবং জবাই করা অসুস্থ গরুর মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।
[৪] জানা যায়, অরুয়াইল উত্তর বাজারে বাছির মিয়া (৫০) নামে এক মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করে প্রতি কেজি মাংস ৫০০ টাকা দরে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ৭০ কেজি মাংসসহ বাছির মিয়াকে আটক করে ইউএনও অফিসে হাজির করে। পরে জব্দ করা মাংসগুলো সরাইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলমের কাছে পাঠান। ডা. জাহাঙ্গীর আলম মাংসগুলোকে অসুস্থ প্রাণির মাংস সনদ দিলে অভিযুক্ত মাংস বিক্রেতাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
[৫] অভিযুক্ত মাংস বিক্রেতা বাছির মিয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্বপাড়ার আফির উদ্দিনের ছেলে।
[৬] সরাইল থানাধীন অরুয়াইল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাপন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মাংস বিক্রেতা জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দের পর মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ