ডেস্ক রিপোর্ট : [২] আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে শুক্রবার এক সংঘর্ষে মোট ১৭ জঙ্গি নিহত এবং ১২ জন আহত হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
[৩] বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতের শেষ দিকে তালেবান জঙ্গিরা সার রওজা এলাকায় একটি নিরাপত্তা চেকপোস্টে আকস্মিক হামলা চালায় এবং পুলিশ পালটা জবাব দিলে জঙ্গিরা পালিয়ে যায়।
[৪] এ সময় ১৭ জন জঙ্গি নিহত হয় ও অপর ১২ জন আহত হয়। ঘণ্টাব্যাপী লড়াইয়ে জঙ্গিরা গোলাবারুদ এবং ২২টি মোটরসাইকেল ফেলে যায়। সংঘর্ষে এক পুলিশ সদস্য মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।
ইত্তেফাক, প্রিয়ডটকম