ইসমাঈল হুসাইন ইমু: [২] রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সম্প্রীতি অনাথালয়, বৈদ্যপাড়া, ঈদগড়, রামু, কক্সবাজার এর পক্ষ থেকে পাওয়া ত্রাণ সামগ্রী শনিবার রামু উপজেলাধীর ৪নং ও ২নং গর্জনিয়া ইউনিয়ন এবং ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের গরীব অসহায় ও দু:স্থ (প্রতিটি ইউনিয়নে ৩০০টি করে) মোট ৬শ’ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারে চাল-৭ কেজি, ডাল-২ কেজি, ছোলা-১ কেজি, লবন-৫০০ গ্রাম এবং নুডুলস-৪ প্যাকেট।
[৩] জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম জানান, ব্যাটালিয়ন এর অধীনস্থ সোনাপুর কোম্পানী সদর-৭০ প্যাকেট, লোহামহল বিওপি-৫০ প্যাকেট, জকিগঞ্জ বিওপি-৫০ প্যাকেট এবং লক্ষীবাজার বিওপি-৫০ প্যাকেট সর্বমোট ২২০ প্যাকেটর্ এলাকার গরীব-দূঃখী, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।