রাজু চৌধুরী :[২] চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে সিটি কনভেনশন হলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চালু হচ্ছে ২৫০ শয্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে বড়পোল এলাকার প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে।
[৩] আগামী ১৫ জুনের মধ্যে আইসোলেশন সেন্টার দুটি চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
[৪] শুক্রবার বিকেলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন আইসোলেশন সেন্টার দুটির প্রস্তুতি পরিদর্শন করেছেন।
[৫] এই সময় মেয়র বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের এই দুর্যোগে জনসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, একের পর এক পরীক্ষা ল্যাব চালুকরণ, দেশের বিভিন্ন অঞ্চলে নমুনা সংগ্রহ বুথ খোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।