[৩] ব্লুমবেরি জানিয়েছে, তারা এই মামলার বিষয়ে জানে। গত সোমবার নিউ ইয়র্ক স্টট আদালতে মামলাটি দায়ের করা হয়।
[৪] এর আগেও ব্লুমবেরির বিরুদ্ধে মামলা করেছিলো বাংলাদেশ ব্যাংক। কিন্তু নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত তা খারিজ করে দেয়।
[৪] সেই রায়ের বিরুদ্ধে অবশ্য ইউনাইটেড স্টেটস কোর্ট অব আপিলে আপিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফল আসার আগেই নতুন করে ভিন্ন আদালতে মামলা করা হলো।
[৫] ২০১৬ সালে উত্তর কোরিয়ান হ্যাকাররা মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি ডলার ট্রান্সফারের ৩৫টি ভুয়া নির্দেশনা প্রদান করে। এর অধিকাংশই আটকে দেয়া হলেও তারা ১০১ মিলিয়ন ডলার জালিয়াতি করতে সক্ষম হয়।
[৬] শ্রীলঙ্কায় পাচার হওয়া ২০ মিলিয়ন ডলার উদ্ধারে সক্ষম হয় বাংলাদেশ। আর ৮১ মিলিয়ন ডলাপর ট্রান্সফার হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পে। এর পুরোটাই জুয়ার মাধ্যমে বৈধ করে নেয়া হয়। সম্পাদনা : ইকবাল খান