ইয়াসিন আরাফাত : [২] পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাছ চলমান বিক্ষোভ নিয়ে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন হিউস্টন পুলিশের প্রধান আর্ট আচেভেদো।আর্ট আচেভোদো নামের ওই পুলিশ কর্মকর্তা বলেন, যদি আপনি গঠনমূলক চিন্তা করতে না পারেন, তবে আপনার মুখ বন্ধ রাখুন। সিএনএন
[২] এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারার এর দায় বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর চাপিয়ে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।। তিনি গভর্নরদেরকে দুর্বল বলে উল্লেখ করে বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
[৪] এক ভিডিও কনফারেন্সে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গভর্নরদেরকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বিক্ষোভ-প্রতিবাদ নিয়ন্ত্রণে আনার জন্য গভর্নরদের চাপ প্রয়োগ করছেন।
[৫] উল্লেখ্য, গত ২৫ মে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের পর সোমবার রাতে মিনিয়াপলিসের এক পুলিশ অফিসার আট মিনিটেরও বেশি সময় ধরে তার ঘাড়ে হাঁটু গেড়ে রাখার পরে জর্জ ফ্লয়েড নামে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু হয়। যা পরবর্তীতে শহর এবং দেশের অন্যান্য অঞ্চলে বিক্ষোভের জন্ম দেয়।
[৭] জর্জের ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জর্জ ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প।
Houston Police Chief @ArtAcevedo: “Let me just say this to the President of the United States, on behalf of the police chiefs of this country: please, if you don’t have something constructive to say, keep your mouth shut.” pic.twitter.com/z5AJpOO0RO
— Christiane Amanpour (@camanpour) June 1, 2020