শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বকাপ আসরে বাংলাদেশের প্রথম জয়ে যেভাবে তৈরি হয় ইতিহাস

রাহুল রাজ : [২] বিশ্বকাপের বড় মঞ্চে প্রথম জয় পেতে টাইগারদের অপেক্ষা করতে হয়েছিল নিজেদের তৃতীয় ম্যাচ পর্যন্ত। ২১ বছর আগে স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়ে ক্রিকেটের বিশ্বমঞ্চে প্রথম জয় পেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের দল। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় বাংলাদেশ। অনেক প্রতীক্ষার পর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

[৩] এডিনবার্গের গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৬ রান তুলতেই সাজঘরে ফেরেন খালেদ মাসুদ, মেহরাব হোসেন, আমিনুল ইসলাম, ফারুক হোসেন এবং আকরাম খান। ষষ্ঠ উইকেটে একটু প্রতিরোধ গড়েন তখনকার বাংলাদেশ দলের স্টাইলিশ ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নু ও নাইমুর রহমান দুর্জয়। তাদের ৬৯ রানের জুটিতে একশো’র কাছাকাছি পৌঁছায় টাইগারদের স্কোর।

[৪] ৫৮ বলে ৩৬ রানে সাজঘরে ফেরেন দুর্জয়। ইনিংসের বাকি পথ টেল এন্ডারদের নিয়ে কাটিয়ে দেন নান্নু। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশত ইনিংসের পথে ১১৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন নান্নু।

[৫] নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ২২ বল বাকি থাকতে ১৬৩ রানে অলআউট হয় স্কটিশরা। আর এতেই প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের দেখা পায় লাল-সবুজের সেনারা। অসাধারণ নৈপূণ্যের জন্য ম্যাচসেরা হন নান্নু।

[৬] ওই ম্যাচ জয়ের অনুভূতি নিয়ে বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওই জয়টা ছিল আমার জীবনের সেরা মুহুর্ত। ম্যাচ শেষ সবাই যখন উল্লাস করছিলাম তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ফোন করে সবাইকে অভিবাদন জানিয়েছিল। সেদিনের সেই সুখকর স্মৃতি কখনই ভুলবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়