শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাউবো কর্মকর্তা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] উপজেলার সাগরনাল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বরইতলী গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের বেশ কিছু অংশ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে।

[৩] রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো: খুরশেদ আলম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী হাসান পারভেজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক শাঈম আহমদ।

এলাকাবাসী জানান, ওই এলাকার নদীর একপাশে বাংলাদেশ অপরপাশে ভারত। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাংলাদেশ অংশে নদীর প্রতিরক্ষা বাঁধে বিশাল ফাটল দেখা দেয় এবং বাঁধের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়। আরও বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ধসে পড়তে পারে। এতে করে উপজেলার সাগরনাল, গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন বন্যা কবলিত হবে। দ্রæত সময়ে স্থায়ী ভাবে বাঁধ মেরামতের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকায় নদী তীরবর্তী অর্ধশতাধিক বাড়ীঘর ঝুঁকির মধ্যে রয়েছে।

[৪] নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজার-এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো: খুরশেদ আলম গণমাধ্যম কর্মীদের বলেন, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার-এর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এলাকাটি পরিদর্শন করি।

[৫] এখানে প্রতিরক্ষা বাঁধের প্রায় ১১০মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সময়ে সাময়িক ভাবে বাঁধ মেরামত করা হবে। পরবর্তিতে বøকের মাধ্যমে পুরো এলাকায় স্থায়ী বাঁধের প্রকল্প গ্রহণ করা হবে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়