শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাট ও রংপুর সীমান্তে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিলো বিজিবি

ইসমাঈল হুসাইন ইমু : [২] লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, রোববার লালমনিরহাট জেলার চন্দ্রপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে-১৭৫টি, লোহাকুচি উচ্চ বিদ্যালয় মাঠে-১৭৫টি, নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে-১৫০টি এবং কালোমাটিয়া মন্ডলপাড়া, চুংগাধারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে-১৫০টিসহ সর্বমোট ৬৫০টি অসহায় ও গরীব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] তিনি জানান, ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল, ১ প্যাকেট লবন প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৫০টি মাস্ক এবং ১শ’ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। লালমনিরহাট জেলায় এর আগে ১ম এবং ২য় পর্বে ৯শ’ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

[৪] লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়নের কালোমাটিয়া মন্ডলপাড়া নামক স্থানটি চর এলাকা এবং চারটি উপজেলার (কাউনিয়া, গংগাচড়া, আদিতমারী এবং লালমনিরহাট সদর) সীমান্তঘেষা যা, চৌমোহনী নামে পরিচিত। সেখানকার ১শ’ পরিবারকে ত্রান দেয়া হয়েছিল এবং রোববার আরো ১৫০টি পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।

[৫] এদিকে রংপুরে ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ইসহাক জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকার তিনটি স্থানে সর্বমোট ৬শ’ দুস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ করা হয়েছে।

[৬] মধ্য ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শ’, মোমিনপুর কুচলীবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২শ’ পরিবার এবং নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শ’ পরিবারসহ সর্বমোট ৬শ’ অসহায়, গরীব ও হত দরিদ্র প্রত্যেক পরিবারকে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ও ৫০০ গ্রাম লবন (১ প্যাকেট) মোট ১০ কেজি ৫০০ গ্রাম ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়