সুজন কৈরী : [২] নতুন করে শনিবার চাঁদপুর জেলা কারাগারের একজন কারারক্ষি করোনা শনাক্ত হয়েছেন। শনিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। করোনা শনাক্তদের মধ্যে খুলনা কারাগারের একজন বন্দী রয়েছেন।
[৩] এছাড়া ঢাকায় ৪ জন, নারায়ণগঞ্জে ৩২ জন, নরসিংদীতে ২ জন, গাজীপুরে ১ জন, চট্টগ্রামে ১ জন, বগুড়ায় ৮ জন, রংপুরে ১ জন, সিলেটে ৩ জন কারারক্ষি ও নেত্রকোনা কারাগারে ১ জন সিভিল ড্রাইভার করোনা শনাক্ত হয়েছে।
৪] কারা অধিদপ্তরের এআইজি (অ্যাডমিন) মঞ্জুর হোসেন বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ায় অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ১৭৮ জন বন্দী ও কারারক্ষীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন কর্মচারী ও তাদের সন্তান, ৫ জন কারারক্ষি এবং ১২ জন বন্দী, রংপুর বিভাগে ১৭ জন বন্দী, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন কারারক্ষি ও ৩০ জন বন্দী, এবং রাজশাহী বিভাগে ১৪ জন কারারক্ষি, ও খুলনা বিভাগে ৪ জন কারারক্ষি এবং ৩৭ জন বন্দী কোয়ারেন্টাইনে রয়েছেন।