শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে জীবীকার তাগিদে ঢাকামূখী শ্রমজীবী মানুষের ঢল!

কামাল হোসেন : [২] স্বজনদের সাথে ঈদ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ কর্মস্থলে ফিরছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে করোনা সংক্রমনের ঝুঁকি উপেক্ষা করে কাজে যোগ দিতে শ্রমজীবী মানুষ দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রতিটা ফেরিতে গাদাগাদি করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

[৩] ২৯ মে শুক্রবার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, গন-পরিবহন বন্ধ থাকলেও ভোর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে চাকরী বাঁচাতে গাদাগাদি করে মাইক্রো, প্রাইভেটকার, ব্যাটারি চালিত অটোবাইক, মোটরসাইকেল ও মাহেন্দ্রযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছে। দৌলতদিয়া ফেরি ঘাটে শ্রমজীবী মানুষের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশ ও দৌলতদিয়া নৌ-পুলিশের তৎপরতা ছিল লক্ষ করার মত।

[৪] ঢাকায় কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া আক্কাস মোল্লা, রফিক, আলাউদ্দিনসহ অনেকেই জানান, ঈদ শেষ তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে। অফিস থেকে বার বার ফোন দিচ্ছে যাওয়ার জন্য, এখন যদি না যাই তাহলে চাকরী থাকবেনা। চাকরী চলে গেলে কি করে বাঁচবো। করোনায় সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি না মেনেই গাদাগাদি করে বিভিন্ন উপায়ে বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌপথে ছোট বড় মিলিয়ে ১৪ টি ফেরি রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ ভোর থেকেই যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকার কারণে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীর সাথে পণ্যবাহী পরিবহন যুক্ত হলে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হবে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন, দৌলতদিয়া প্রান্তে ঢাকামূখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। নৌ-পুলিশ করোনা সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

[৬] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান,গণপরিবহন বন্ধ থাকার পরেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা গামী যাত্রীদের ভীড় বেড়েছে, তাদের নিরাপত্তার সার্থে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়