শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকংএ প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভ পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

রাশিদ রিয়াজ : [২] প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনকে বিতর্কিত বলে হংকংয়ের রাস্তায় ফের বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের রোববার ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা বলছে নতুন প্রস্তাবিত এ আইন তাদের নাগরিক স্বাধীনতা ও স্বায়ত্বশাসনের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করেছে। সিএনএন

[৩] পুলিশ বলছে কোনো অনুমতি না নিয়ে বিক্ষোভকারীরা দুপুরের দিকে কজওয়ে বে যেটি ব্যস্ততম শপিং এলাকা সেখানকার রাস্তায় বিক্ষোভ শুরু করে এবং করোনাভাইরাসের কারণে শারীরিক দূরত্ব তারা ভেঙ্গে ফেলে। বিক্ষোভ শুরু হওয়ার এক ঘন্টা পর তাদের হটিয়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা এসময় পুলিশ লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে।

[৪] প্রস্তাবিত নিরাপত্তা আইনে বলা হয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতা বা কোনো রাজনৈতিক বিরুদ্ধাচারণ করা যাবে না। হংকংয়ে ২৬ বছরের এক তরুণী ম্যাকি ওং বলেন, হংকংয়ের স্বাধীনতা আমাদের লক্ষ্য। অদূর ভবিষ্যতে তা পাব না জানি কিন্তু স্বাধীনতাই আমাদের একমাত্র লক্ষ্য।

[৫] বৃহস্পতিবার বেইজিং এ নতুন আইনের ঘোষণা দেয়ার পর হংকংএর বিরোধী রাজনৈতিক নেতা, মানবাধিকার নেতারা প্রতিবাদ জানান। হংকং শেয়ার বাজারে হেংসেং সূচকের পতন ঘটে ৫.৬ শতাংশ।

[৬] চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বলেন বিলম্ব না করে বেইজিংয়ের উচিত হংকংএ নতুন নিরাপত্তা আইন কার্যকর করা। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনজীবী ডেনিস কোক বলেন এক দেশে দুই ব্যবস্থার মধ্যে দিয়ে হংকংকে নতুন এ আইন পুরোপুরি ধংস করে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়