শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে তৃতীয় করোনা রোগী শনাক্ত, ৭ বাড়ি লকডাউন

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জের বেলকুচিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বেলকুচি উপজেলার সনাক্ত হলো ৩য় করোনা রোগী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ বাড়ি লকডাউন করা হয়েছে। রোগীকে তার বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৪] জানা যায়, নতুন এই করোনায় সংক্রমিত রোগীর নাম চাঁন মিয়া (৪০)। সে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জালু মিয়ার ছেলে।

[৫] স্থানীয় সূত্রে জানায়, চাঁন মিয়া ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। গত (১৭ মে) সে অসুস্থতার কারণে বাড়িতে আসে। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঐ করোনা রোগীর পজেটিভ খবর আসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে।

[৬] এবিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখারুল ইসলাম বলেন, ঐ রোগীর নমুনা সংগ্রহের পর পরীক্ষায় তার নমুনাতে পজেটিভ এসেছে।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান জানান, শনিবার করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের আরো ৭টি বাড়ি লকডাউন করেছি। রোগীকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়