শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলোয়াড়দের করোনামুক্ত রাখতে বলে থুতু বা লালা লাগানো নিষিদ্ধ করলো আইসিসির ক্রিকেট কমিটি

এল আর বাদল : [২] বলে লালা ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিলো অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোন ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনা ভাইরাস। তাই ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

[৩] গতকাল সোমবার এই ইস্যুতে বৈঠক করে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে কমিটির সব সদস্য বলে থুতু বা লালা না লাগানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছেন। এই সিদ্ধান্তের পাশাপাশি করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দুই নন-ন্যাচারাল আম্পায়ারের উপস্থিতির পক্ষে রায় দিয়েছে এই কমিটি। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি তাদের সিদ্ধান্ত আইসিসির শীর্ষ কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে।-এনডিটিভি

[৪] পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধা পান তার জন্য সতীর্থরা মুখের লালা বা থুতু লাগিয়ে বলের পালিশ চকচকে করেন। কৃত্রিম উপায়ে বল ঘষে চকচকে করা কিংবা বল ট্যাম্পারিংয়ের নিয়ম বৈধ করতে চলেছে আইসিসি। ইতিমধ্যেই লালা বা থুতু ছাড়া কীভাবে বলের পালিশ ঠিক রাখা যায় তা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে।

[৫] আইসিসি থেকে জানানো হয়েছে, এই নতুন রীতির রোডম্যাপ তৈরি হতে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে বল চকচক করার ক্ষেত্রে ক্রিকেটাররা যেটাই ব্যবহার করুক না কেন তা ফিল্ড আম্পায়ারদের দেখানো এবং তাদের অনুমতি লাগবে। আইসিসি চাইছে করোনা মুক্ত হয়ে বাইশ গজে ক্রিকেট ফিরে আসবে এই নিয়ম নিয়েই। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়