শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলোয়াড়দের করোনামুক্ত রাখতে বলে থুতু বা লালা লাগানো নিষিদ্ধ করলো আইসিসির ক্রিকেট কমিটি

এল আর বাদল : [২] বলে লালা ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিলো অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোন ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনা ভাইরাস। তাই ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

[৩] গতকাল সোমবার এই ইস্যুতে বৈঠক করে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে কমিটির সব সদস্য বলে থুতু বা লালা না লাগানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছেন। এই সিদ্ধান্তের পাশাপাশি করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দুই নন-ন্যাচারাল আম্পায়ারের উপস্থিতির পক্ষে রায় দিয়েছে এই কমিটি। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি তাদের সিদ্ধান্ত আইসিসির শীর্ষ কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে।-এনডিটিভি

[৪] পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধা পান তার জন্য সতীর্থরা মুখের লালা বা থুতু লাগিয়ে বলের পালিশ চকচকে করেন। কৃত্রিম উপায়ে বল ঘষে চকচকে করা কিংবা বল ট্যাম্পারিংয়ের নিয়ম বৈধ করতে চলেছে আইসিসি। ইতিমধ্যেই লালা বা থুতু ছাড়া কীভাবে বলের পালিশ ঠিক রাখা যায় তা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে।

[৫] আইসিসি থেকে জানানো হয়েছে, এই নতুন রীতির রোডম্যাপ তৈরি হতে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে বল চকচক করার ক্ষেত্রে ক্রিকেটাররা যেটাই ব্যবহার করুক না কেন তা ফিল্ড আম্পায়ারদের দেখানো এবং তাদের অনুমতি লাগবে। আইসিসি চাইছে করোনা মুক্ত হয়ে বাইশ গজে ক্রিকেট ফিরে আসবে এই নিয়ম নিয়েই। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়