শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের চোখে এবারের ইরানে আল-কুদস দিবস

রাশিদ রিয়াজ : [২] ইসরায়েলি প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়া সীমিত আকারে ইরানের এবার আল-কুদস দিবস পালন প্রস্তুতির খবর দিয়ে বলেছে করোনাভাইরাস সত্ত্বেও দেশটি ইসরায়েলের বিরুদ্ধে এ দিবস পালন করতে যাচ্ছে।

[৩] করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্যে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশটির এমনসব অঞ্চলে দিবসটিতে জুম্মার নামাজে অংশ নিতে পারবেন স্থানীয় বাসিন্দারা তবে কোনো সমাবেশে অংশ নেয়া যাবে না। ইসরায়েলের সঙ্গে কোনো সহযোগিতা আল্লাহর বিরুদ্ধে আইন হিসেবে ঘোষণা করে একটি বিলও পাস করতে যাচ্ছে ইরান। এ বিলে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানোর কথা বলেছে। একই সঙ্গে ইসরায়েলি সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ইরান।

[৪] ২১৮টি শহরে সীমিত আকারে হলেও আল-কুদস দিবসে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে আগামী ২২ মে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে। জেরুজালেমের আরবি নাম হচ্ছে আল-কুদস।

[৫] গত মাসে করোনার কারণে ইরান সেনা দিবসের কুচকাওয়াজ বাতিল করে। তবে দিবসটিতে ক্ষেপণাস্ত্র ও জঙ্গি বিমানের প্রদর্শন করে। মোবাইল হাসপাতাল ও পরিশোধন ট্রাকও এই প্রদর্শনে স্থান পায়। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে ৭ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৬] ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আল-কুদস দিবস পালনের ঘোষণা দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। হিজবুল্লাহ ও হামাস দিবসটি পালন করে থাকে। এবং ইসরায়েলের ধংসের শপথ নেয়।

[৭] আল-কুদস দিবসে গতবছর ইরানে প্রতিবাদ ও বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে দেয়। গতবছর ইরানের ৯৫০টি শহরে এ প্রতিবাদ ও বিক্ষোভ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়