শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ক্ষমতা বা দুর্বলতা সম্পর্কে আমেরিকা বলতে পারলে, আমরাও পারবো : ড. সমীর

আশিক রহমান : [২] শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা আরও বলেন, তাইওয়ান, রাশিয়া, সৌদি আরব ও সুইডেনের করোনাভাইরাসের সঙ্গে এটির মিল রয়েছে। জিনোম সিকোয়েন্সের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সহজেই জানা যাবে।

[৩] করোনার জিনোম সিকোয়েন্সের ক্ষমতা সম্পর্কে এখনো পৃথিবীর কেউ কিছু বলতে পারেননি। এর মধ্যে কোনোটা দুর্বল হয়েছে কিনা, তাও কারো পক্ষে এখনো বলা সম্ভব হয়নি।

[৪] সিকোয়েন্স করা ভাইরাসটি ৯ বার মিউটেশন বা নিজেকে পরিবর্তন করেছে। চলতি সপ্তাহে একটি, পরবর্তী সপ্তাহে আরো একটি সিকোয়েন্স শেষ হবে। আমরা আজকেও (১২ মে) সিকোয়োন্সিং করছি, এখনো কাজ হচ্ছে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের কাছে স্পষ্ট হবে সবকিছু।

[৫] তিনি বলেন, এপ্রিলের মাঝামাঝি ভাইরাসটি সিকোয়েন্স করতে পেরেছি। মাসে দুটি করে মিউটেশন হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভাইরাসটি বাংলাদেশে এসেছে।

[৬] সরকারের ডিজি হেলথ থেকে শুরু করে সবাই অনেক সহযোগিতা করেছেন, এটা অনেক বড় কাজ দিয়েছে। তারা সহযোগিতা অব্যাহত রেখেছেন, যাতে এ নিয়ে আরো উল্লেখযোগ্য কাজ করতে পারি।

[৭] এই অণুজীববিজ্ঞানী বলেন, জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, এদেশের ছেলেমেয়েরা বাংলাদেশেই তা করেছে, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় অর্জন দেশের জন্য। আরও সিকোয়েন্স করে ভাইরাসটির ক্ষমতা সম্পর্কে সবিস্তারে জানানো যাবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়