মোঃ রিপন মিয়া : [২] নেত্রকোণার কলমাকান্দায় সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে করাতকল ব্যবসায়ীসহ ৫ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[৩] সোমবার ১১ মে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা । ওই সময় সরকারি নির্দেশ অমান্য করায় কলমাকান্দা পূর্ব বাজারে করাতকল ব্যবসায়ী মো. রবিউলকে ১০ হাজার টাকা ও মধ্যে বাজারের কাপড় ব্যবসায়ী প্রানেশ সরকারকে ৩ হাজার টাকা , সনজিত সাহাকে ৩ হাজার টাকা, মশিউর রহমান রাজীবকে ৩ হাজার টাকা এবং রাজন সাহাকে ৩ হাজার টাকা করে জরিমানা ধার্য করে তাদের কাছ থেকে নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।
[৪] উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. সোহেল রানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ সরকারি নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।