আসাদুজ্জামান : [২] রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে পাটকেলঘাটা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা গত ২৭ এপ্রিল উপজেলার জগদানন্দকাটি গ্রামের এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ করে।
[৩] গ্রেপ্তাররকৃতরা হলো, তালা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে মমতাজ সরদার (৪৫), শহিদুল সরদারের ছেলে সবুজ সরদার (২২) ও বিল্লাল সরদার (৩৮)।
[৪] পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পাটকেলঘাটার থানায় ওই নারী নিজেই বাদী হয়ে উক্ত তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের গ্রেপ্তারে বিলম্ব হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব