ইয়াসিন আরাফাত :[২] যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তার মনে হচ্ছে, করোনার সংক্রামনে ৬০ থেকে ৭০ হাজার মানুষ মারা যাবেন আমেরিকায়। রয়টার্স
[৩] ট্রাম্প বলেন, বিশেষজ্ঞদের যেখানে অনুমান ছিল ২২ লক্ষ লোক মারা যাবেন, সে তুলনায় ৬০–৭০ হাজার কিছুই নয়। যদিও পরক্ষণেই নিজের স্বস্তি আড়াল করতে দুঃখপ্রকাশ করে ট্রাম্প বলেন, ৬০–৭০ হাজারও যথেষ্ট বেশি। একটি লোক মারা যাওয়াও দুঃসহ ব্যাপার।
[৪] তবে মৃত্যু বাড়লেও আমেরিকায় করোনা সংক্রমণের প্রকোপ ক্রমশ কমছে। গত ২০ দিনে নতুন সংক্রমণের হার আর আগের মতো বেশি নয়, বরং কিছুটা সমতায় আছে। কিন্তু তার পরেও, গোটা বিশ্বে মোট ৩০ লক্ষ সংক্রমণের প্রায় এক তৃতীয়াংশই আমেরিকায়। ডেইলিমেইল
[৫] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আমেরিকায় ৬০ হাজার ৪৯৫ জন করোনাইয় সংক্রামিত হয়ে মারা গিয়েছেন। শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪৮ হাজার ৮৩৪ জন। সেতলনায় সুস্থ্য হয়েছেন মাত্র ১ লাখ ৪৪ হাজার ৩৫২ জন মানুষ।
[৬] এদিকে ধাপে ধাপে জারিকৃত লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্তকে আত্মঘাতি উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দূরত্ব বজায় না রাখলে ওই ভয়ঙ্কর প্রাণহানি ঘটার আশঙ্কা আছে। এবার লকডাউন তুলে নিয়ে সামাজিক মেলামেশা শুরু হলে করোনাভাইরাস যে ফের হানা দেবে না, তার কোনও নিশ্চয়তা নেই। দ্যা গার্ডিয়ান