শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] ঈশ্বরদীতে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ঘটনায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

[৪] বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ২৭ এপ্রিল সকালে উপজেলার সাহাপুর নতুন হাট মোড়ে হাসেম সুপার মার্কেটের সব ধরনের দোকানপাট খুলে রাখেন ব্যবসায়ীরা। দশটার দিকে বাজার ব্যবসায়ী সমিতির এক নেতাকে সঙ্গে নিয়ে পুলিশ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। এমন কথা শুনে শান্ত ইসলাম ও জুয়েল রানা নামের দুই দোকানদার পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি দিলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর ব্যবসায়ীরা ঐক‌্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস‌্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন। ব্যবসায়ীদের এমন আচরণে বাজার থেকে ফিরে যান পুলিশ সদস্যরা।

[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈশ্বরদীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে বলায় পুলিশ সদস‌্যদের ওপর মারমুখী আচরণ করেছেন দুই ব‌্যবসায়ী। ওই ঘটনার প্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়েছে।’

[৬] অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়