কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: [২] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কমলনগরে আক্রান্তের সংখ্যা চারজন। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
[৩] লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় লক্ষ্মীপুরের একজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি লক্ষ্মীপুর সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
[৪] মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
[৫] কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ জনের।
[৬] তাদের মধ্যে নারী ও শিশুসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত চিকিৎসকের কোনো উপসর্গ না থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ