তপু সরকার : [২] গ্রেপ্তার আবু বাক্কার (৪৩) উপজেলার টালকি ইউনিয়নের মজিদবাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে। শনিবার তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি দক্ষিণ রামেরকান্দি এলাকায় জনতার হাতে চাল আটক হওয়ার পর ঘটনাস্থলে যান। ব্যবসায়ী বাক্কার ভ্যানে করে চাল নিয়ে যাচ্ছিলেন। তাকে আটক করা হয়। একই সঙ্গে ১০ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়।
[৪] এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে তিনি জানান।
[৫] নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, আটক বাক্কারকে শনিবার আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
[৬] এ বিষয়ে আটক বাক্কার বলেন, এই চাল তিনি গত ১৯ এপ্রিল উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন। পরে ইউনিয়ন পরিষদ সচিবের অনুমতি নিয়ে পরিষদের কক্ষে রেখেছিলেন। এই চালই তিনি ভ্যানে করে তার দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ