ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে এক নারীর চিকিৎসা দেয়ার পর জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকায় করোনা পরিক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করে স্বাস্থ্য বিভাগ। পরে নমুনায় ওই নারী করোনা সনাক্ত হওয়ায় সদর হাসপাতালের গাইনি বিভাগের ২ জন ও মেডিসিন বিভাগের ২ চিকিৎসকসহ ৯ জন নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সরিয়ে নেয়া হয়েছে গাইনি ওয়ার্ড। ২২ এপ্রিল বুধবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।
[৩] ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান শুক্রবার সন্ধ্যায় চার চিকিৎসক ও ৯ নার্স কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।