শাহনাজ বেগম : [২] বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় কৌশলগত প্রস্তুতি এবং প্রতিক্রিয়া পরিকল্পনার ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক টেড্রোস এডানম গেব্রিয়াসুস করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। দ্য নিউজ, দ্যা এক্সপ্রেস ট্রিবিউন
[৩] তিনি বলেন, করোনান মোকাবিলায় ৫৯৫ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করা হয়েছে।
[৪] করোনার প্রকোপ বেড়ে গেলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা বিপর্যয়কর হতে পারে। এতে দারিদ্র্যের সংখ্যা দ্বিগুণ হবে। করোনা মোকাবিলায় সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
[৫] প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা.জাফর মির্জা সতর্ক করে বলেছেন, আগামী তিন থেকে চার সপ্তাহ করোনা আক্রান্ত ও মুতের সংখ্যা গুরুতর হতে পারে।
[৬] পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ২২৮ জন।