শিরোনাম
◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের ◈ বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের প্রশংসা: বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ইউনূসের উদ্যোগ প্রশংসিত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে কৃষকদের মাথায় হাত,পানির দামে বিক্রি হচ্ছে শাকসবজি

দিনাজপুর প্রতিনিধি : [২] করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে অনেকদিন আগে। আর এর প্রভাব পড়েছে কাঁচা সবজির বাজারে। লকডাউনের কারনে পাইকারী ব্যবসায়ীরা দিনাজপুরে আসতে না পারা ও পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় পানির দামে শাক-সবজি বিক্রি করতে হচ্ছে।

[৩] লকডাউনের কারণে জেলার বাহির থেকে পাইকাররা দিনাজপুরে না আসায় এবং পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় এসব শাক সবজির দাম কমতে থাকে। টমেটো প্রতি পাল্লা (৫কেজি) দশ টাকা,করলা ২০/২৫টাকা ( ৫কেজি),শসা ২০/২৫টাকা ( ৫কেজি)দরে বিক্রি হচ্ছে।

[৪] এদিকে কৃষকরা জানিয়েছেন, লকডাউনের কারণে তাদের উৎপাদিত শাকসবজি পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।তারা উৎপাদন খরচ তুলতে না পারায় লোকসান গুনতে হচ্ছে।অনেক সময় জমি থেকে বাজার পর্যন্ত আনতে যে ভাড়া লাগছে তা ফসল বিক্রি করে এই টাকা উঠাতে পারছেন না তারা

[৫] এদিকে খুচরা বিক্রেতারা কিছুটা লাভের মুখ দেখছেন।তারা করলা,টমেটো,শসাসহ শাকসবজি চাড়া দামে বিক্রি করছেন। তবে তাদের দাবি দাম ক্রেতাদের হাতের নাগালে থাকলেও ক্রেতা অনেক কম। তাই বেশির ভাগ মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। তবে বাজারে পিয়াজ,আদা ও রসুনের দাম উর্ধমুখী,পিয়াজ আগে যেখানে বিক্রি হতো ৩৫ থেকে ৪০ টাকায় এখন বিক্রি হচ্ছে ৫৫টাকায়।আদা বিক্রি হচ্ছে ২৭০টাকা কেজিতে,রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

[৬] দিনাজপুর বাজার পরিদর্শক রবিউল হোসেন বলেছেন,পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় দিনাজপুর জেলার উৎপাদিত সবজি কমদামে বিক্রি হচ্ছে তাই কৃষকরা ক্ষতির মুখে পড়ছে। কৃষকদের প্রনোদনার ব্যাপরে উপর থেকে নির্দেশনা এসেছে এব্যাপারে আমরার চেষ্টা অব্যাহত রয়েছে।

[৭] করোনাভাইরাসে কারণে দিনাজপুরের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি দাম না পেয়ে কিছু কৃষক সবজি ফেলে দিচ্ছেন।পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এসময় তারা সরকারের সহযোগীতা কামনা করেন।তা না হলে কৃষকরা শাকসবজির উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে এমনটি মনে করছেন কৃষির সাথে জড়িত সংশ্লিষ্টরা। সম্পাদনা: জেরিন আহমেদ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর-নাগরিক কমিটির উদ্দোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়েছে।

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির আয়োজনে পৌর সদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়েছে।

এতে পৌর-নাগরিক কমিটির সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বেÑপ্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাফে খন্দকার শাহেনসাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানার ওসি আমিরুল ্ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। এর আগে বীরমুক্তিযোদ্ধাদের সম্মনা কেরেস হাতে তুলে দেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আঃ রাফে খন্দকার শাহেনসাহ। অনুষ্ঠানের ২য় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ সামসুল ইসলাম সামঘোড়াঘাট- দিনাজপুর।তাং ২৮.১২.২০১৯ইংু

  • সর্বশেষ
  • জনপ্রিয়