আসিফুজ্জামান পৃথিল : [২] জাতিসংঘের পরিস্কার চিহ্নসম্বলিত একটি গাড়ি চালাবার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পেই সোনে উইন সঙ। জাতিসংঘ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে স্বশস্ত্র গ্রæপগুলোর সংঘর্ষে কয়েক ডজন মানুষ মারা গেছেন। বিবিসি
[৩] হু এর এই কর্মীর মৃত্যুর বিষয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষই বলছে তারা এই হত্যাকাÐের সঙ্গে জড়িত নয়।
[৪] সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নেই বলেছেন, জাতিসংঘের গাড়িকে আক্রমণ করার কোনই কারণ নেই তার বাহিনীর। তিনি রয়টার্সকে বলেন, ‘তারা আমাদের দেশের জন্য কাজ করছেন। আমাদের তাদের প্রতি দায়িত্ব রয়েছে।’
[৫] মিনবায়া শহরের একটি সেনাচৌকির কাছে ২৮ বছর বয়সী এই ড্রাইভারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিয়ানমারের জাতিসংঘ কার্যালয়।
[৬] সিতওয়ে থেকে রেঙ্গুনগামী এই গাড়িটিতে বেশ অনেকগুলো কোভিড-১৯ স্যাম্পল ছিলো বলে জানানো হয়েছে।