শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে?

অজয় দাশগুপ্ত : প্রায়ই শুনি, আমাদের নাকি একজন মাহাথির মোহাম্মদ দরকার। কারণ তিনি মালয়েশিয়াকে পাল্টে দিয়েছেন। জি। তিনি যে পাল্টে দিয়েছেন সেটা সেখানে গিয়েও বুঝেছি। বুঝেছি তাদের এয়ারপোর্টে গিয়ে। তাদের সঙ্গে কথা বলে। মাহথির তার দেশে সাম্প্রদায়িকতা করতে দেন না। সে দেশে তামিল চৈনিকরা উচ্চ পদে ব্যবসায় সরকারে আছেন। জাকির নায়েককে ফেরত পাঠিয়ে দিতে পারেন। এ নিয়ে কেউ হৈচৈ করে না সে দেশে।
আগে বলা হতো একজন খোমেনী হলেই চলবে। ধারণাও নাই কে এই খোমেনী আর কোন ইরানকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সেই বিপ্লব। নজরুল লিখেছিলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। কোথায় দাঁড়িয়ে আজকের তুরস্ক? সুযোগ মিললে তারা কামাল পাশার সেক্যুলারিজমের বারোটা বাজিয়ে দেবে। যে কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হননি তাদের। আর রোহিঙ্গা থেকে রাজাকারের বিচার শাস্তি র সময় বাঙালি সে দেশের সেক্যুলার নমুনা দেখেছে। কারো মতো হয়ে কোন নেতার ছায়া হয়ে কেউ কিছু করতে পারবে না। স্বয়ং গান্ধী এসেও শান্তি দিতে পারবে না। আমাদের বঙ্গবন্ধু, তাজউদ্দীনের মতো নেতা ছিলো না? তাদের আমরা জীবিত রাখিনি। সুযোগ দিইনি। আজ করোনাকালেও দেখুন কোথাও সমঝোতা নেই। ভারতে দেখলাম রাহুল গান্ধী বলেছেন, সারাজীবন তোমার সাথে লড়াই চলবে মোদী। তবে এখন না। এখন তোমার সাথে আছি করোনা মোকাবেলায়। আমরা পারি না। এখনো চলছে দোষারোপের খেলা। চোর ও চোরই আছে। যে কারণে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে, আমি কাফনের কাপড় দিলেও নেতারা সে কাপড় থেকে পাঞ্জাবি বানিয়ে নেবে। একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ, লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে? ছেলেবেলায় পড়েছিলাম, এড়ফ যবষঢ়ং ঃযড়ংব যিড় যবষঢ় ঃযবস ংবষাবং.ভালো থাকুক মানুষ, ভালো থাকুক জন্মভূমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়