শিরোনাম
◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক! ◈ যুক্তরাষ্ট্র ফেরত টাঙ্গাইল জেলা আ.লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে?

অজয় দাশগুপ্ত : প্রায়ই শুনি, আমাদের নাকি একজন মাহাথির মোহাম্মদ দরকার। কারণ তিনি মালয়েশিয়াকে পাল্টে দিয়েছেন। জি। তিনি যে পাল্টে দিয়েছেন সেটা সেখানে গিয়েও বুঝেছি। বুঝেছি তাদের এয়ারপোর্টে গিয়ে। তাদের সঙ্গে কথা বলে। মাহথির তার দেশে সাম্প্রদায়িকতা করতে দেন না। সে দেশে তামিল চৈনিকরা উচ্চ পদে ব্যবসায় সরকারে আছেন। জাকির নায়েককে ফেরত পাঠিয়ে দিতে পারেন। এ নিয়ে কেউ হৈচৈ করে না সে দেশে।
আগে বলা হতো একজন খোমেনী হলেই চলবে। ধারণাও নাই কে এই খোমেনী আর কোন ইরানকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সেই বিপ্লব। নজরুল লিখেছিলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। কোথায় দাঁড়িয়ে আজকের তুরস্ক? সুযোগ মিললে তারা কামাল পাশার সেক্যুলারিজমের বারোটা বাজিয়ে দেবে। যে কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হননি তাদের। আর রোহিঙ্গা থেকে রাজাকারের বিচার শাস্তি র সময় বাঙালি সে দেশের সেক্যুলার নমুনা দেখেছে। কারো মতো হয়ে কোন নেতার ছায়া হয়ে কেউ কিছু করতে পারবে না। স্বয়ং গান্ধী এসেও শান্তি দিতে পারবে না। আমাদের বঙ্গবন্ধু, তাজউদ্দীনের মতো নেতা ছিলো না? তাদের আমরা জীবিত রাখিনি। সুযোগ দিইনি। আজ করোনাকালেও দেখুন কোথাও সমঝোতা নেই। ভারতে দেখলাম রাহুল গান্ধী বলেছেন, সারাজীবন তোমার সাথে লড়াই চলবে মোদী। তবে এখন না। এখন তোমার সাথে আছি করোনা মোকাবেলায়। আমরা পারি না। এখনো চলছে দোষারোপের খেলা। চোর ও চোরই আছে। যে কারণে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে, আমি কাফনের কাপড় দিলেও নেতারা সে কাপড় থেকে পাঞ্জাবি বানিয়ে নেবে। একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ, লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে? ছেলেবেলায় পড়েছিলাম, এড়ফ যবষঢ়ং ঃযড়ংব যিড় যবষঢ় ঃযবস ংবষাবং.ভালো থাকুক মানুষ, ভালো থাকুক জন্মভূমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়