শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে?

অজয় দাশগুপ্ত : প্রায়ই শুনি, আমাদের নাকি একজন মাহাথির মোহাম্মদ দরকার। কারণ তিনি মালয়েশিয়াকে পাল্টে দিয়েছেন। জি। তিনি যে পাল্টে দিয়েছেন সেটা সেখানে গিয়েও বুঝেছি। বুঝেছি তাদের এয়ারপোর্টে গিয়ে। তাদের সঙ্গে কথা বলে। মাহথির তার দেশে সাম্প্রদায়িকতা করতে দেন না। সে দেশে তামিল চৈনিকরা উচ্চ পদে ব্যবসায় সরকারে আছেন। জাকির নায়েককে ফেরত পাঠিয়ে দিতে পারেন। এ নিয়ে কেউ হৈচৈ করে না সে দেশে।
আগে বলা হতো একজন খোমেনী হলেই চলবে। ধারণাও নাই কে এই খোমেনী আর কোন ইরানকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সেই বিপ্লব। নজরুল লিখেছিলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। কোথায় দাঁড়িয়ে আজকের তুরস্ক? সুযোগ মিললে তারা কামাল পাশার সেক্যুলারিজমের বারোটা বাজিয়ে দেবে। যে কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হননি তাদের। আর রোহিঙ্গা থেকে রাজাকারের বিচার শাস্তি র সময় বাঙালি সে দেশের সেক্যুলার নমুনা দেখেছে। কারো মতো হয়ে কোন নেতার ছায়া হয়ে কেউ কিছু করতে পারবে না। স্বয়ং গান্ধী এসেও শান্তি দিতে পারবে না। আমাদের বঙ্গবন্ধু, তাজউদ্দীনের মতো নেতা ছিলো না? তাদের আমরা জীবিত রাখিনি। সুযোগ দিইনি। আজ করোনাকালেও দেখুন কোথাও সমঝোতা নেই। ভারতে দেখলাম রাহুল গান্ধী বলেছেন, সারাজীবন তোমার সাথে লড়াই চলবে মোদী। তবে এখন না। এখন তোমার সাথে আছি করোনা মোকাবেলায়। আমরা পারি না। এখনো চলছে দোষারোপের খেলা। চোর ও চোরই আছে। যে কারণে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে, আমি কাফনের কাপড় দিলেও নেতারা সে কাপড় থেকে পাঞ্জাবি বানিয়ে নেবে। একটি পরনির্ভর, বিজ্ঞানবিমুখ, অন্ধ, লোভী জনগোষ্ঠীকে কে বাঁচাতে পারে? ছেলেবেলায় পড়েছিলাম, এড়ফ যবষঢ়ং ঃযড়ংব যিড় যবষঢ় ঃযবস ংবষাবং.ভালো থাকুক মানুষ, ভালো থাকুক জন্মভূমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়