নজরুল ইসলাম : [৩] ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, মধ্যবাড্ডা বাজার, উত্তর বাড্ডা বাজার, বসুন্ধরা রোড কাঁচাবাজার, বারিধারা নতুন বাজার, গুলশান-১ কাঁচা বাজার, গুলশান-২ বাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার, মধুবাগ বাজার, রামপুরা বাজার, খিলগাঁও বাজার, তালতলা বাজার, শুক্রাবাদ বাজার, কল্যাণপুর বাজার, কারওয়ান বাজার, আমিনবাজার, ধুপখোলা বাজার, দয়াগঞ্জ বাজার, যাত্রাবাড়ী বাজার, মতিঝিল ও এজিবি কলোনি বাজারে অভিযান পরিচালিত হয়।
[৪] মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মহানগরের চারটি স্থানে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি (ট্রাকসেল) তদারকি করা হয়।
[৫] প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রাজবী নাহার রজনী, রোজিনা সুলতানা, মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার শনিবার এসব অভিযান পরিচালনা করেন।