শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নীলফামারী জেলা লকডাউন ঘোষণা

নীলফামারি প্রতিনিধি : [২] করোনার সংক্রমণ রোধে এবার লকডাউনের তালিকায় যুক্ত হলো উত্তরের জেলা নীলফামারী।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও লকডাউনের ঘোষণা দেওয়া হয়নি। সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে আজ তা মাইকে প্রচার করা হয়।

[৪] গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরে সকল যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।’

[৫] এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান, কৃষিপণ‌্য ও যন্ত্রপাতির দোকান সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই আলোকে আজ মাইকের মাধ্যমে গোটা জেলা লকডাউন প্রচার করা হলো।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে চার জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

জেলা প্রশাসক জানান, গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য সেদিন ঘোষণা দেওয়া হয়নি। তবে সেদিন থেকেই লকডাউনের সব নির্দেশনা পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়