শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নীলফামারী জেলা লকডাউন ঘোষণা

নীলফামারি প্রতিনিধি : [২] করোনার সংক্রমণ রোধে এবার লকডাউনের তালিকায় যুক্ত হলো উত্তরের জেলা নীলফামারী।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও লকডাউনের ঘোষণা দেওয়া হয়নি। সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে আজ তা মাইকে প্রচার করা হয়।

[৪] গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরে সকল যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।’

[৫] এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান, কৃষিপণ‌্য ও যন্ত্রপাতির দোকান সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই আলোকে আজ মাইকের মাধ্যমে গোটা জেলা লকডাউন প্রচার করা হলো।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে চার জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

জেলা প্রশাসক জানান, গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য সেদিন ঘোষণা দেওয়া হয়নি। তবে সেদিন থেকেই লকডাউনের সব নির্দেশনা পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়