আকবর হোসেন : বাংলাদেশের তথাকথিত লকডাউন বা সাধারণ ছুটি ভেঙে পড়েছে। এই লকডাউন ভাঙা কলসিতে পানি ঢালার মতো। খাবারের জন্য দরিদ্র মানুষের আহাজারি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। ওরা রাস্তায় বেরিয়ে গেছে। সবাই দরিদ্রদের কথা বললেও মধ্যবিত্তের রক্তক্ষরণের কথা কেউ মনে করছে না। বহু মধ্যবিত্ত পরিবার তছনছ হয়ে গেছে আর্থিকভাবে। অনেক প্রতিষ্ঠান বর্তমান সময়ের সুযোগ নিচ্ছে। আজ সকালে শুনলাম বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্ধেক বেতন দেবার চিন্তা করা হচ্ছে। তারা কেন এটা করবে? ওরা কি ছাত্র বেতন-ফি মওকুফ করবে? এর অর্থ হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতির সুযোগ নেয়া। যেমনটা নিয়েছে গার্মেন্টস মালিকরা। বহু বেসরকারি প্রতিষ্ঠানে একই অবস্থা। বাংলাদেশের মানুষের সামনে এখন চয়েস দুটো- হয় জীবন, নয়তো জীবিকা। এটার ব্যালেন্স কীভাবে করা যায় সেটা এখনই ভাবতে হবে। এটা আগামী সপ্তাহে ভাবলে চলবে না। এক সপ্তাহ ধৈর্য ধরার মতো সময় অনেকের হাতেই নেই। ফেসবুক থেকে