শিরোনাম
◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নিজেই লকডাউন ভেঙে তোপের মুখে শোয়েব আখতার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছেন সব তারকা ব্যক্তিত্বরা। দেশ-বিদেশের ক্রিকেটাররাও শামিল হায়েছেন সেই কাতারে। কিন্তু সবাইকে আইন মানার উপদেশ দিয়ে আইন ভাঙ্গলে স্বাভাবিকভাবে সবাই সমালোচনা করবে। সেটাই হয়েছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের ক্ষেত্রে।

[৩] প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গৃহবন্দি থাকছেন বিশ্ববাসী। পাকিস্তানে এখন চলছে লকডাউন। এই দুঃসময়ে ইসলামাবাদে ফাঁকা রাস্তায় সাইক্লিং করে রোষানলে পড়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আবার পোস্ট করেছেন স্বয়ং তিনি নিজেই।

[৪] ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের ইসলামাবাদে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শোয়েব। মুখে মাস্ক নেই! সুপ্রিমকোর্ট চেনাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন- আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। অসাধারণ আবহাওয়া! রাস্তা খালি। দারুণ ব্যায়াম হচ্ছে।

[৫] বিভিন্ন গণমাধ্যম বলছে শরীরচর্চার অংশ হিসেবে এ কাজ করেন শোয়েব। অথচ এ সংকটময় সময়ে ঘরবন্দি থাকা উচিত ছিল তার। ইতিমধ্যে শোয়েবের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।

[৬] প্রাণঘাতী করোনায় গোটা বিশ্বে প্রতিদিন হাজারও লোকের প্রাণ ঝরছে। সেখানে তার এমন কাণ্ডকে 'স্বার্থপর' বলছেন সমর্থকরা।

[৭] একজন মন্তব্য করেছেন, বড্ড ভুল সময়ে বাড়ির বাইরে বের হয়েছেন। আপনার দেখাদেখি অন্যরাও এ চেষ্টা করতে পারে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

[৮] ভিডিওটির কমেন্টে আরেকজন লিখেছেন, এ অবস্থায় নির্বোধের মতো কর্মকাণ্ড! মারণ রোগে বিশ্বব্যাপী দৈনিক হাজারও মানুষ মারা যাচ্ছেন। অথচ তিনি কিনা মনোরম শহরটির জনশূন্য সড়কে ঘুরে বেড়াচ্ছেন এবং নির্মল বায়ু সেবন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়