শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নিজেই লকডাউন ভেঙে তোপের মুখে শোয়েব আখতার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছেন সব তারকা ব্যক্তিত্বরা। দেশ-বিদেশের ক্রিকেটাররাও শামিল হায়েছেন সেই কাতারে। কিন্তু সবাইকে আইন মানার উপদেশ দিয়ে আইন ভাঙ্গলে স্বাভাবিকভাবে সবাই সমালোচনা করবে। সেটাই হয়েছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের ক্ষেত্রে।

[৩] প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গৃহবন্দি থাকছেন বিশ্ববাসী। পাকিস্তানে এখন চলছে লকডাউন। এই দুঃসময়ে ইসলামাবাদে ফাঁকা রাস্তায় সাইক্লিং করে রোষানলে পড়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আবার পোস্ট করেছেন স্বয়ং তিনি নিজেই।

[৪] ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের ইসলামাবাদে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শোয়েব। মুখে মাস্ক নেই! সুপ্রিমকোর্ট চেনাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন- আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। অসাধারণ আবহাওয়া! রাস্তা খালি। দারুণ ব্যায়াম হচ্ছে।

[৫] বিভিন্ন গণমাধ্যম বলছে শরীরচর্চার অংশ হিসেবে এ কাজ করেন শোয়েব। অথচ এ সংকটময় সময়ে ঘরবন্দি থাকা উচিত ছিল তার। ইতিমধ্যে শোয়েবের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।

[৬] প্রাণঘাতী করোনায় গোটা বিশ্বে প্রতিদিন হাজারও লোকের প্রাণ ঝরছে। সেখানে তার এমন কাণ্ডকে 'স্বার্থপর' বলছেন সমর্থকরা।

[৭] একজন মন্তব্য করেছেন, বড্ড ভুল সময়ে বাড়ির বাইরে বের হয়েছেন। আপনার দেখাদেখি অন্যরাও এ চেষ্টা করতে পারে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

[৮] ভিডিওটির কমেন্টে আরেকজন লিখেছেন, এ অবস্থায় নির্বোধের মতো কর্মকাণ্ড! মারণ রোগে বিশ্বব্যাপী দৈনিক হাজারও মানুষ মারা যাচ্ছেন। অথচ তিনি কিনা মনোরম শহরটির জনশূন্য সড়কে ঘুরে বেড়াচ্ছেন এবং নির্মল বায়ু সেবন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়