শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে শারীরিক দূরত্ব মানছে না কেউ, চলছে ফ্রি স্টাইলে ঘোরাফেরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : [২] সারা বিশে^ চলছে করোনা ভাইরাসের মহামারী। বিশে^র অনেক নামিদামি দেশ এখন করোনা আতংকে ভুগছে। আর সেই কারনে চলছে লকডাউন। সেদেশগুলোর সবাই এখন ঘরে বন্দি। কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু উল্টো। সবাইকে ঘরে থাকার জন্য বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করলেও কেউ নেই ঘরে।

[৩] এই ছুটিকে ঈদের ছুটি মনে করে নিজ নিজ কর্ম এলাকায় না থেকে সবাই বাস, ট্রেন ও লঞ্চে করে ছুটে চলেছে গ্রামের বাড়ির দিকে। আবার বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলেও তা মানছে না কেউই। হাট-বাজারে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা শেষে আড্ডায় মজেছে সবাই। এদের দেখে মনে হয় দেশে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাস নেই।

[৪] বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কেউ ঘরে নেই। সবাই আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। এর মধ্যেই অনেকেই আবার খোলা মুখে সেরে ফেলছে বিয়ের কাজ। যেখানে জনসমাগমের অভাব নেই। নেই কোনো সামাজিক দুরত্ব। অটোভ্যান, অটোরিক্সা, সিএনজি ভরা মানুষ। কোথায় যাচ্ছে তারা, কিবা তাদের জরুরী কাজ।

[৫] বাহিরে থাকা মানুষগুলোকে সচেতন করতে ও ঘরে রাখতে দিনরাত ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুর কালাম আজাদ ও থানার অন্যান্য সদস্যরা।

[৬] এমনকি সেনাবাহিনীর সদস্যরাও হ্যান্ড মাইক নিয়ে শহর ও প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন। এবং ঘরে থাকার জন্য অনুরোধ করছেন। বসে নেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। তবুও কারো মনে সচেতনতা সৃষ্টি হচ্ছেনা। প্রসাশনের লোক দেখলে এলাকা ফাঁকা আবার তারা চলে গেলেই আগের অবস্থায় ফিওে আসে । এতে ক্ষতি হচ্ছে কার, প্রশাসনের লোকের নাকি নিজেদের। এটাই যেন বুঝছেনা কেউ।

[৭] এবার একটু ভিন্ন দেশের পরিসংখ্যান দেখি। যুক্তরাষ্ট্রে ১ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮২ জন অথচ তার এক মাস পরে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার জন, ইতালিতে ৩১ জানুয়ারী থেকে ২৯ ফেব্রæয়ারী পর্যন্ত ১ হাজার ১০২ জন অথচ ৩১ মার্চ পর্যন্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৮’শ জন, স্পেনে ১ ফেব্রæয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ৮৫ জন অথচ ৩১ মার্চ পর্যন্ত ৯৬ হাজার জন, ফ্রান্সে ২৪ জানুয়ারী থেকে ২৪ ফেব্রæয়ারি পর্যন্ত ১৪ জন অথচ ৩১ মার্চ পর্যন্ত ৫২ হাজার ৮’শ জন, ভারতে ৩০ জানুয়ারী থেকে ২৯ ফেব্রæয়ারী পর্যন্ত ৪ জন অথচ ৩১ মার্চ পর্যন্ত ১ হাজার ৪’শ জন আক্রান্ত হয়েছেন। ৬ এপ্রিল সোমবার পর্যন্ত মারা গেছে প্রায় ৭০ হাজারেও বেশি মানুষ।

[৮] তাহলে এবার একটু ভেবে দেখি বাংলাদেশে সংক্রমন শুরুর এখনও এক মাস হয়নি। এভাবে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবাধে চলাচল করলে বাংলাদেশেও অন্যান্য দেশের মত মহামারী দেখা দিতে পারে।

[৯] এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতার কোন বিকল্প নেই। তাই সবাইকে হোম কোয়ারেনটাইন মেনে চলতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

[১০] আমাদের বাঁচতে হলে অবশ্যই নিয়মকানুন মানতে হবে। করোনা ভাইরাস নিয়ে আর অবহেলা নয়, এখন শুধুই সাবধানতা অবলম্বনের সময়। তাই আসুন আমরা সচেতন হই, সাবধান থাকি, ঘরে থাকি, সুস্থ্য থাকি, সবাইকে সুস্থ্য রাখি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়