শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাময়িক অবসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করেছেন আর্থার

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরও শ্রীলঙ্কাকে দ্বিতীয় শিরোপা জেতানোর জন্য ছক কষছেন মিকি আর্থার।

[৩] বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা দলে কিছু সমন্বয় প্রয়োজন বলে মনে করেন এই কোচ। সেই সঙ্গে এই ফরম্যাটে একটি পথ খুঁজে বের করা দরকার বলে মনে করছেন তিনি।

[৪] গত মাসে ওয়ানডেতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। কিন্তু টি-টোয়েন্টিতে উল্টো হোয়াইটওয়াশ হতে হয় তাদের। এর আগে সর্বশেষ ৭টি ম্যাচ টানা পরাজয়ের মুখ দেখেছে আর্থারের শিষ্যরা।

[৫] আর্থার বলেন, আমাদের টি-টোয়েন্টি দলের এখনও কিছুটা ঘষামাজা করা দরকার। এটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দেখা গেছে যাদের শক্তি আমাদের তুলনায় অনেক বেশি ছিল। আমি মনে করি নিজেদের সম্পদের ওপর ভিত্তি করে ম্যাচ জেতার একটা পদ্ধতি তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। এরপর নিশ্চিত করা দরকার পদ্ধতিটা নিয়ে আমাদের খেলোয়াড়রা বিভ্রান্তিতে নেই।

[৬] শ্রীলঙ্কার আগে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। কিন্তু বিশ্বকাপের পর তাকে বরখাস্ত করে পিসিবি। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নিয়ে দলকে বড় সাফল্য এনে দিতে না পারলেও আর্থারের চোখ ছিল ইংল্যান্ড সিরিজে। কিন্তু করোনাভাইরাসের কারণে ঘরের মাঠের সিরিজটি স্থগিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়