নুর উদ্দিন, ছাতক প্রতিনিধি : [২] কলাগাছে বের হওয়া ৫২ টি মোচা দেখতে প্রতিদিন উৎসুক মানুষজন ভিড় করছেন দোলারবাজার ইউনিয়নের শরীষপুর গ্রামের আমির আলীর বাড়িতে।
[৩] একটি কলাগাছে সাধারনত একটি মোচা বের হওয়ার কথা। কিন্তু ৫২টি মোচা বের হওয়ায় এ কলাগাছটি এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় লেগেই আছে। প্রতিদিন দলে-দলে আসা মানুষদের ভিড় ঠেকাতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিক।
[৪] স্থানীয় লোকজন বিষয়টি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কলাগাছের মালিক আমির আলী জানান, তার বাড়ির একটি কলাগাছে ৫২টি মোচা বের হওয়ার খবরে প্রতিদিনই এ কলা গাছ দেখতে করোনা ভাইরাস সংক্রামণ ঝুঁকির মধ্যেও দলে দলে মানুষজন আসছেন। তাদের বাঁধা দিয়েও ঠেকানো যাচ্ছেনা। সম্পাদনা: জেরিন আহমেদ