শাহনাজ বেগম : [২] রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুক্তাষ্ট্রের করোনার চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছেন বলে মার্কিন পররাষ্ট্রদপ্তর নিশ্চিত করেছেন। একটি রুশ সামরিক পরিবহণ বিমান বুধবার গভীর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে। রয়টার্স, এনবিসি
[৩] যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ভেন্টিলেটর এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের ঘাটতি রয়েছে বলে সোমবার ফোনে পুতিনের কাছে সহায়তার আহ্বান জানান ট্রাম্প।
[৪] ট্রাম্প কৃতজ্ঞতার সাথে এই মানবিক সহায়তা গ্রহণ করেছেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন।
[৫] মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান অর্টাগাস বলেছেন, বিশ্বজুড়ে সংকট চলছে, মানবিক অবদানের দরকার, এছাড়া একার পক্ষে এটা কাটিয়ে উঠা কষ্টকর।
[৬] ওয়াশিংটনের এক কর্মকর্তা বলেছেন, চালানে ৬০ টন ভেন্টিলেটর, মাস্ক ও অন্যান্য জিনিস রয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন দ্বারা এগুলোর গুণগত মান পরীক্ষা করা হবে।