ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে গত ২৯ ও ৩০ মার্চ শাহীনবাগ, বালুরঘাট, মানিকদী, বারনটেক, আজিজ মার্কেট ইত্যাদি এলাকার দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারসমূহের মধ্যে ৫ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ২টি করে সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে।
[৩] মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।