শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: [২] নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রোববার দিনগত রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও ৩ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গন্ধবপুর (কাদিমগাঁও) গ্রামের রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরফে সাহেদ (৩৯), একই এলাকার বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়া (৩৬), একই গ্রামের মৃত আঃ জলিলের পুত্র জিতু মিয়া (৩৯)। এদের মাঝে আলোচিত ডাকাত শাহিদ আলী ওরফে সাহেদ ডাকাতির সময় গণধর্ষনসহ একাধিক মামলার আসামী।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮/১৯ জন ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে, ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শামছুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ডাকাতরা পালিয়ে যায়।

[৫] এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ ডাকাতকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়