শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: [২] নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রোববার দিনগত রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও ৩ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গন্ধবপুর (কাদিমগাঁও) গ্রামের রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরফে সাহেদ (৩৯), একই এলাকার বাগময়না গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়া (৩৬), একই গ্রামের মৃত আঃ জলিলের পুত্র জিতু মিয়া (৩৯)। এদের মাঝে আলোচিত ডাকাত শাহিদ আলী ওরফে সাহেদ ডাকাতির সময় গণধর্ষনসহ একাধিক মামলার আসামী।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮/১৯ জন ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে, ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শামছুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ডাকাতরা পালিয়ে যায়।

[৫] এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ ডাকাতকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়