শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিমের চিকিৎসকরা পেলেন পিপিই

খোকন আহম্মদ, বরিশাল প্রতিনিধি:[২] করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সাথে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।

[৩] রোববার সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয়া হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৪] হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, এ মুহুর্তে এক হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ’, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ’, অন্য একটি ইউনিটের সেবিকাদের জন্য দুইশ’, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ’ বরাদ্দ দেয়া হয়েছে। তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে। ফলে ইতোমধ্যে নিজস্ব তহবিলে তিনশ’ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

[৫] সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে। এ হাসপাতালে নেই করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব। অপরদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এসএম অজিয়র রহমানের উদ্যোগে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়