শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিমের চিকিৎসকরা পেলেন পিপিই

খোকন আহম্মদ, বরিশাল প্রতিনিধি:[২] করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সাথে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।

[৩] রোববার সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয়া হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৪] হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, এ মুহুর্তে এক হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ’, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ’, অন্য একটি ইউনিটের সেবিকাদের জন্য দুইশ’, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ’ বরাদ্দ দেয়া হয়েছে। তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে। ফলে ইতোমধ্যে নিজস্ব তহবিলে তিনশ’ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

[৫] সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে। এ হাসপাতালে নেই করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব। অপরদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এসএম অজিয়র রহমানের উদ্যোগে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়