শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিমের চিকিৎসকরা পেলেন পিপিই

খোকন আহম্মদ, বরিশাল প্রতিনিধি:[২] করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার সাথে জড়িতদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।

[৩] রোববার সকালে হাসপাতালের চিকিৎসকদের হাতে এ পিপিই তুলে দেয়া হয়েছে। পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করলেও আরও পিপিই দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৪] হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, এ মুহুর্তে এক হাজার পিপিই বরাদ্দ হয়েছে। এরমধ্যে করোনা ওয়ার্ডের জন্য চারশ’, অন্য ইউনিটের চিকিৎসকদের জন্য দুইশ’, অন্য একটি ইউনিটের সেবিকাদের জন্য দুইশ’, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য দুইশ’ বরাদ্দ দেয়া হয়েছে। তবে এর থেকে আরও কয়েকগুণ বেশি পিপিই’র চাহিদা রয়েছে। ফলে ইতোমধ্যে নিজস্ব তহবিলে তিনশ’ পিপিই সংগ্রহের কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

[৫] সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালটিতে প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সেবক-সেবিকা রয়েছে। এ হাসপাতালে নেই করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব। অপরদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এসএম অজিয়র রহমানের উদ্যোগে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়