নিজস্ব প্রতিবেদক : [২] আজ রোববার দুপুরে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় পিপিই, স্যানিটারি সামগ্রী প্রদান করা হয়েছে।
[৩] জনসমাগম এড়াতে বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় তার নিজস্ব কর্মী দিয়ে তিনটি উপজেলার চিকিৎসক, উপজেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিকদের মাঝে ৪০০ পিপিই, ৬ হাজার স্যানিটারি সামগ্রী বিতরণ করেন। এ সময় শতাধিক রিকশাচালক ও হত দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।