সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] বালিয়াডাঙ্গী উপজেলার নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে রংপুরের ডুবুরি দল । শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
[৩] পুলিশ জানায় শুক্রবার জুম্মার নামাজের পর বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাউদা গ্রামের ফারুক হোসেনের ছেলে আইনুল হক (৩০) একটি পুকুরে গরু কে পানি খাওয়া গিয়ে নিখোঁজ হয় ।
[৪] স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিস ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সন্ধ্যায় খবর পেয়ে তাকে উদ্ধার করতে না পেরে রংপুরের ডুবুরিদের খবর দেয়া হয়। পরে ডুবুরিরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আইনুলকে উদ্ধার করে।
[৫] বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে সহযোগিতা করে।
[৬] বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, গরুকে পানি ও গোসল করাতে গিয়ে নিখোঁজ হয় আইনুল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের প্রয়োজনীয় কার্যাদি শেষে লাশ দাফন করার ব্যবস্থা করা হবে । সম্পাদনা: জেরিন আহমেদ